রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিন লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগ হবে।
নিয়োগের জন্য এই পরীক্ষার আয়োজন করা হলেও, নিয়োগ প্রক্রিয়া আটকে আছে আইনি জটে। ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে, কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমরা যে স্বচ্ছভাবে নিয়োগ করব সেই অবকাশই তো দেওয়া হচ্ছে না। অবকাশ দেওয়া হলে তো করতে পারি।” তিনি বলেন, “আইনি জট তো আছে। মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চান, পর্ষদও দ্রুত খুব স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিতে চায়। কিন্তু, আইনি জটিলতা আছে, যেটা আমরা তৈরি করিনি। আমাদের একবার অন্তত সুযোগ দেওয়া হোক নিয়োগ দেওয়ার। তারপর মামলা হোক।”
শিক্ষামন্ত্রীর আবেদন শুনে চাকরিপ্রার্থীরা আশাবাদী। তারা বলছেন, “আমরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছি। নিয়োগের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। শিক্ষামন্ত্রীর আবেদন শুনে আমরা আশাবাদী যে, এবার নিয়োগ হবে।”
রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে প্রাথমিক টেট। পরীক্ষা চলবে দুপুর আড়াইটে পর্যন্ত।