নতুন বছরে আবারও আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ৩ জানুয়ারি দিল্লির ইডি অফিসে তাঁকে হাজির হতে বলা হয়েছে।
এর আগেও দুবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি। প্রথমবার তিনি হাজিরা দিলেও দ্বিতীয়বার সমন এড়িয়ে যান। এবারও তিনি সমন উপেক্ষা করবেন কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেজরিওয়ালের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সাংসদ সঞ্জয় সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
আপের অন্দরে আশঙ্কা, হাজিরা দিলে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হতে পারে। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে।আপ নেত্রী অতিশী মারলেনা এবং রাঘব চাড্ডার ইতিমধ্যেই কেজরিওয়ালের গ্রেপ্তারির আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতির অংশ হিসেবে কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে চাইছে।