সংসদে বিরোধীদের কার্যত বাইরে রাখার মাধ্যমে সরকার বিতর্কিত বিলগুলি পাশ করিয়ে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। গতকাল লোকসভা থেকে আরও তিন বিরোধী সাংসদকে সাসপেন্ড করায় সংসদ পুরোপুরি বিরোধীশূন্য হয়ে যায়। এরপরই একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে যায়।
বিরোধীরা বলছেন, সরকার বিতর্কহীন পরিবেশে বিলগুলি পাশ করিয়ে নিতে চায় বলেই সাসপেন্ড করেছে বিরোধীদের। তারা এই পদক্ষেপকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করছেন।
সংসদে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদদের নির্বাচনী এলাকার মানুষের সংখ্যা প্রায় ২৯ কোটি। এই বিপুল সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব ছাড়াই সংসদ চালাচ্ছে সরকার।
বিরোধীরা বলছেন, সরকারের এই পদক্ষেপ দেশের গণতন্ত্রকে দুর্বল করে তুলবে। তারা সংসদে বিরোধীদের কার্যত বাইরে রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।