সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর কপূর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। তাঁর প্রথম ছবি ‘অর্জুন রেড্ডি’ ও দ্বিতীয় ছবি ‘কবীর সিংহ’-ও বক্স অফিসে সাফল্য লাভ করে। কিন্তু এই সাফল্যের পিছনে বঙ্গার অনেক কষ্টের গল্প রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘অ্যানিম্যাল’-এর অভিনেতা সিদ্ধান্ত কারনিক জানান, নিজের প্রথম ছবি ‘অর্জুন রেড্ডি’ তৈরি করতে বঙ্গাকে পৈতৃক জমি বিক্রি করতে হয়েছিল। সিদ্ধান্ত জানান, কেরিয়ারের শুরুতে বঙ্গাকে কেউ পরিচালক হিসাবে সুযোগ দিতে চাইছিলেন না। তাই নিজের কাছের কলাকুশলীদের নিয়ে ছোট একটি প্রযোজনা সংস্থা খুলেন তিনি। কিন্তু প্রথম ছবি তৈরি করার আগেই বিনিয়োগকারী হাত গুটিয়ে নেন। টাকার অভাবে পড়েন বঙ্গা।
সেই সময় বঙ্গার পরিবার সিদ্ধান্ত নেয়, ছেলের ছবির জন্য পৈতৃক জমি বিক্রি করতে। ৩৬ একর জমি বিক্রি করে বঙ্গা ‘অর্জুন রেড্ডি’ ছবি তৈরি করেন। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করে এবং বঙ্গা একজন জনপ্রিয় পরিচালক হিসেবে পরিচিতি লাভ করেন।
বঙ্গার এই গল্পটি আমাদেরকে অনুপ্রাণিত করে। যেকোনো বাধাকে অতিক্রম করে স্বপ্ন পূরণ করা সম্ভব। বঙ্গা তার নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের পৈতৃক ভিটেছাড়া হয়েছেন। কিন্তু তার সাফল্য আমাদেরকে দেখিয়ে দেয়, কঠোর পরিশ্রম ও একাগ্রতা দিয়ে সবকিছু সম্ভব।