গত জুন মাসে চুপিসারে আইনি বিয়ে সারেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। এরপর থেকেই তাঁদের দাম্পত্য নিয়ে টলিপাড়ায় জোর আলোচনা চলছে। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে নিজের ভবিষ্যতের পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী।
শ্রুতি জানান, ২০২৫ সালে তাঁরা সামাজিক বিয়ে করবেন। এরপর পাঁচ বছর পর অর্থাৎ ২০৩০ সালে সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। শ্রুতির এই পরিকল্পনা শুনে অবাক হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান, এত কিছু আগে থেকেই ভেবে রেখেছেন কেন? শ্রুতি বলেন, “আমি চাই সবকিছু সুন্দরভাবে হোক। তাই আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি।”
শ্রুতি ও স্বর্ণেন্দুর মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১৪ বছর। তাই মজা করে শ্রুতি বলেন, “আমি ভাবছি ২০৩০ সালে আমার বর তখন কত বয়সী হবেন!”
‘রাঙা বউ’ সিরিয়ালের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে শ্রুতি বলেন, “আমি এখনও কিছু ভাবিনি। ছোট পর্দাতেই দেখা যাবে কিনা, নাকি ওয়েব সিরিজ় বা বড় পর্দায় অভিনয়ের পরিকল্পনা আছে কিনা, সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।”
শ্রুতির এই পরিকল্পনা শুনে ভক্তরা খুবই খুশি। তাঁরা চান, শ্রুতি যেন সুখে-শান্তিতে সংসার করুন এবং একদিন তাঁরা এক সুখী পরিবার গড়ে তুলতে পারেন।