কেন্দ্র সরকার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের গ্রাহকদের আধার তথ্য যাচাই করতে তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। কিন্তু অনেক জায়গায় সিলিন্ডারের ডিস্ট্রিবিউটর নানা কারণ দেখিয়ে কিছু গ্রাহকের থেকে টাকা চাইছেন বলে অভিযোগ উঠেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান অয়েল (আইওসি) বৃহস্পতিবার বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বায়োমেট্রিক তথ্য যাচাই প্রক্রিয়াটি নিখরচায় হবে।হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামও একই নিয়ম ঘোষণা করেছে।
আইওসি-র বার্তা, ইন্ডেন গ্রাহকদের কাছে কেউ টাকা চাইলে সংস্থার টোল ফ্রি নম্বরে (১৮০০২৩৩৩৫৫৫) ফোন করে অভিযোগ জানাতে হবে।এদিকে, ভারত পেট্রোলিয়ামের মতো আইওসি-ও অ্যাপের (ইন্ডিয়ান অয়েল ওয়ান) মাধ্যমে আধার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে।
সূত্রের খবর, গ্রাহক অ্যাপ দিয়ে নিজের ফোন থেকেই তা করতে পারবেন।নিয়ম অনুযায়ী, প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক ভাবে সংস্থাকে গ্রাহকের গ্যাস সংযোগের সুরক্ষা খতিয়ে দেখতে হয়। এই পরিষেবার খরচ ২৩৬ টাকা (জিএসটি নিয়ে)। সংস্থার স্বীকৃত হোস পাইপও পাঁচ বছর পরে বদলানোর কথা ১৯০ টাকায়।