২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরএসপি, আপসহ বিরোধী দলগুলি একত্রিত হয়ে “ইন্ডিয়া” নামে একটি জোট গঠন করেছে। কিন্তু এই জোটের মধ্যেই বাংলায় কংগ্রেসের জোট নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
বুধবার কলকাতায় কংগ্রেস হাইকমান্ডের ডেকে পাঠানো বৈঠকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতারা তাদের মতামত জানান। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি, পশ্চিমবঙ্গ কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান রাহুল পাণ্ডের, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিকসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে অধীর চৌধুরী বলেন, তিনি কখনও সিপিএম, কখনও তৃণমূল এবং বিজেপির সঙ্গে লড়াই করে পশ্চিমবঙ্গে জিতেছেন। আবারও কঠিন লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। তবে তৃণমূলের সঙ্গে জোটের কথা তিনি ভাবতেই পারেন না। কারণ, তৃণমূল পশ্চিমবঙ্গে কংগ্রেসের সংগঠনের যা ক্ষতি করেছে তা আর কেউ করেনি।
দীপা দাশমুন্সি বলেন, ২০১২-১৩ সাল থেকে তৃণমূল যে ভাবে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে ছারখার করেছে, তাতে আবার তৃণমূলের সঙ্গে জোট করে ভোটে লড়াই করলে তার বিরূপ প্রভাব কংগ্রেস নেতা-কর্মীদের মনে পড়তে পারে। তিনি বলেন, বরং বামফ্রন্ট বা সিপিএম নেতৃত্বের সঙ্গে জোটের ক্ষেত্রে কংগ্রেসের অনেক বেশি আন্তরিক থাকা উচিত।