বলিউডের কিং খান শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লখনউয়ের তুলসিয়ানি গ্রুপের সঙ্গে যুক্ত থাকার কারণে গৌরীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
গৌরী ২০১৫ সাল থেকে তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। এই গ্রুপের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে প্রতারণার অভিযোগ রয়েছে। গত কয়েক মাস আগে মুম্বইবাসী যশবন্ত নামে এক ব্যক্তি তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।
যশবন্তের অভিযোগ, গৌরী খান তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাঁর দ্বারা প্রভাবিত হয়েই নাকি তিনি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন। যশবন্তের দাবি, যে হেতু গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেও।
এই অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। গৌরী খান এই গ্রুপের সঙ্গে যুক্ত থাকায় তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু করে ইডি।
ইডি সূত্রে জানা গেছে, গৌরীকে শীঘ্রই তলব করা হতে পারে। গৌরীকে ওই ফ্ল্যাটের কেনাবেচার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গৌরী ওই সংস্থার থেকে কত টাকা পেয়েছেন, তার হিসেবও দিতে হবে তাঁকে।