সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি “দিল বেচারা”-তে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সঞ্জনা সাংভি। এই ছবিতে তার চরিত্রের নাম ছিল কিজির, একজন বাঙালি তরুণী। এই চরিত্রের জন্য বাংলা ভাষা শিখতে হয়েছিল সঞ্জনাকে।
সঞ্জনা জানান, তিনি প্রথমে শুধুমাত্র নিজের সংলাপগুলোর উচ্চারণ ঠিক করে শিখতে চেয়েছিলেন। কিন্তু কিজিরের চরিত্র করার সময় তিনি তার ১০০ শতাংশ দিয়েছিলেন। তিনি বাংলা ভাষার কথ্যরীতি শিখতে চেয়েছিলেন।
সঞ্জনার সহশিল্পী শাশ্বত চট্টোপাধ্যায় তাকে বাংলা ভাষা শিখতে অনেক সাহায্য করেন। শাশ্বত সঞ্জনার সঙ্গে সবসময় বাংলায় কথা বলতেন। এতে সঞ্জনা বাংলা ভাষায় অভ্যস্ত হয়ে ওঠেন।
“কড়ক সিং”-র শুটিংয়ের জন্য সঞ্জনা ২০২২ সালে কলকাতায় অনেকটা সময় কাটিয়েছিলেন। এই সময় তিনি কলকাতার মানুষের আন্তরিকতায় মুগ্ধ হন। তিনি বলেন, কলকাতার কমবয়সি অনুরাগীরা তাকে এত ভালবাসা দিয়েছেন যে অন্য কোথাও তিনি এরকম ভালবাসা পাননি। সঞ্জনা সাংভির বাংলা ভাষা শিক্ষার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে, একজন অভিনেতাকে তার চরিত্রের ভাষা ভালোভাবে শিখতে হবে। এতে তার অভিনয় আরও সাবলীল ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।