টলিউডের জনপ্রিয় অভিনেতা জীতু কমল সম্প্রতি ‘নেক্সজেন ভেঞ্চার্স’-এর ছবি ‘এম ১৬’-এ অভিনয় করবেন বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু, সোমবার আচমকাই তিনি একটি পোস্ট করে জানান যে, তিনি এই ছবির সঙ্গে আর যুক্ত নন।
এই খবরের পর থেকেই টলিপাড়ায় গুঞ্জন শুরু হয় যে, জীতু কমল ছবি থেকে সরে দাঁড়িয়েছেন কারণ তিনি সোহম চক্রবর্তী এবং অপূর্বর কারণে হীনম্মন্যতায় ভুগছেন। এই দুই অভিনেতাকেও ‘এম ১৬’ ছবিতে দেখা যাবে বলে জানা গিয়েছিল।
কিন্তু, জীতু কমল নিজেই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে বলেন, “আমার অনুমতি ছাড়াই ওরা আমার মুখ ব্যবহার করেছে। যে পোস্টারটা দেখা যাচ্ছে, সেই শুটটা আমি করিইনি। মুখটা খালি আমার বসানো হয়েছে। আমার সঙ্গে কোনও চুক্তিই হয়নি। তা ছাড়া, শুটিংয়ের তারিখ খালি পরিবর্তিত হয়েই চলেছিল। আর চিত্রনাট্য ছিল খুবই দুর্বল। তাই সিদ্ধান্ত নিলাম কাজটা না করার। এখানে নিরাপত্তাহীনতার কোনও জায়গা নেই।”
অন্য দিকে, প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায় বলেন, “জীতু আমার বন্ধু ছিল, আছে, থাকবেও। আমি এই ছবিটা ইদে রিলিজ় করবই। সোহম, অপূর্ব— কেউই অভিনয় করছেন না। নতুন মুখকে নিয়ে কাজটা আমি শেষ করবই। আর জীতুর সহকারী আমায় জানিয়েছিলেন যে, ডেটের সমস্যা। বাকি আর কী সমস্যা হয়েছে, সেটা পরিচালকই বলতে পারবেন। তবে এই ছবি বন্ধ হবে না। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং।”