বিনোদন দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন নিয়ে। জোর গুঞ্জন, দাম্পত্য কলহের জেরে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এই নিয়ে টিনসেল টাউনে নানা গুজব ও আলোচনা চলছে।
এই গুঞ্জনের মধ্যেই পরিচালক করণ জোহর বচ্চন পরিবারের রাগ নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেছেন। তিনি জানান, বচ্চন পরিবারে কড়া নিয়ম ছিল যে ফিল্মি ম্যাগাজিন পড়া যাবে না। একদিন তিনি শ্বেতা বচ্চনের সঙ্গে একসঙ্গে ফিল্মি ম্যাগাজিন পড়ছিলেন। আচমকাই সেখানে আবির্ভূত হন জয়া বচ্চন। সটান শ্বেতাকে চড় মেরে দেন তিনি।
জয়া বচ্চনের রাগের পরিচয় আগেই সবার জানা। সাংবাদিকদের সঙ্গে তার বচসা-ঝগড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জনের মধ্যে জয়া বচ্চনের রাগ নিয়ে আলোচনা আরও বেড়েছে।
এদিকে শ্বেতা বচ্চন দাদা-বউদির সম্পর্কের ভাঙনের ক্ষেত্রে কার পক্ষে থাকবেন সে নিয়ে কোনও গুঞ্জন নেই। তবে, ওয়াকিবহাল মহলের মতে, তিনি অভিষেকের পাশেই থাকবেন। কয়েক বছর আগেও ‘কফি উইথ করণে’ এসে শ্বেতা দাদার হয়েই ব্যাট করেছিলেন। ঐশ্বর্যকে ‘আত্মনির্ভর’ ও ‘আত্মবিশ্বাসী’ বললেও তাঁর সময়জ্ঞান নিয়ে খোঁচা দিয়েছিলেন তিনি। পাশাপাশি জানিয়েছিলেন, ঐশ্বর্য যে তাঁকে কখনও কলব্যাক করেন না এতে তিনি হতাশ।