টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা মঙ্গলবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি টলিউডের কিছু অযোগ্য ও মিথ্যেবাজ লোকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই লোকদের ভুল মানুষ বলে উল্লেখ করেন এবং তাদের সাপোর্ট না করার অনুরোধ করেন।
অঙ্কুশের পোস্টে বলা হয়েছে, “আমি হাত জোর করে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু মানুষকে অনুরোধ করছি দয়া করে সব কিছু জেনে শুনে ভুল মানুষ কে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। বাইরে থেকে প্রচুর ভুলভাল মানুষরা এসে নতুন অভিনেতা-অভিনেত্রীদের সপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে। আর পুরনো অভিনেতা দের জালি কাগজ আর false ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে। আমি নিজে তার শিকার হয়েছি আর বাকিদেরও সাবধান করছি।”
অঙ্কুশ আরও বলেন, “একেই হিন্দি ছবির মার্কেট একের পর এক ভয়ঙ্কর শর্ত রেখে এখানে ওয়েস্ট বেঙ্গল এ ছবি রিলিজ করছে যেটাতে আমাদের বাংলা ছবিকে অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হচ্ছে। বাংলা commercial ছবির প্রতি যে মানুষের হারানো বিশ্বাস সেটাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এমনিতেই সবাই বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার লড়াই লড়ছি সেখানে দয়া করে এই অযোগ্য মিথ্যে কিছু লোকজন দের জেনে শুনে আস্কারা দেবেন না।”
অঙ্কুশের এই পোস্টে তিনি একজন নির্দিষ্ট পরিচালকের নাম না উল্লেখ করেও তার সমালোচনা করেন। তিনি বলেন, “আর একজন পরিচালক কে বলতে চাই যতদিন না আপনি একটু হলেও নাম করছেন ততদিন দয়া করে সদ্য নাম করা অভিনেতাদের অপমান করবেন না বা বিচার করবেন না। কারন আপনি এখনও সেই সদ্য নাম করা জায়গাটাতেই পৌঁছননি। ধন্যবাদ।”