লোকসভায় একদিনেই ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সোমবার অধিবেশন শুরুর পরেই পোস্ট অফিস বিল পাস হয়ে যাওয়ায় প্রতিবাদে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা। তার জেরেই সাসপেন্ড হন তারা।
সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, জেডিইউর কেসি তরফদার, আরএসপির রাজীব রায়, ডিএমকের এ রাজা, দয়ানিধি মারান প্রমুখ।
সংসদে স্মোক বম্ব হামলার ঘটনা নিয়ে আলোচনা চেয়ে একাধিকবার দাবি জানিয়ে আসছেন বিরোধীরা। গত শুক্রবারও এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। সোমবারও এই দাবিতে বিরোধীরা হট্টগোল শুরু করেন। অধিবেশন দুপুর পর্যন্ত মুলতুবি রাখা হয়। খানিকক্ষণের মধ্যেই স্পিকার ওম বিড়লা সাসপেন্ড করেন ৩৩ জন সাংসদকে।
সাসপেন্ড হওয়া সাংসদরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংখ্যাগরিষ্ঠের বাহুবল কাজে লাগিয়ে সরকার বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে রাখতে চাইছে। সংসদের দুই কক্ষ মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হয়েছেন ৪৭ জন সাংসদ।