১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত কালজয়ী ছবি ‘ঝিন্দের বন্দী’-র রিমেক তৈরির প্রস্তুতি চলছে। এই ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল।
এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ বিশ্বাস। বলিউডে ‘অন্ধাধুন’ ছবিটির চিত্রনাট্য লেখার পর প্রচারের আলোয় চলে আসেন অরিজিৎ। কয়েক বছর আগে প্রযোজক রানা সরকার ‘ঝিন্দের বন্দী’-র রিমেক তৈরির উদ্যোগ নেন। সেই সময় প্রথমে অঞ্জন দত্ত এবং পরে ছবির পরিচালক হিসাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। যদিও পরে সেই ছবি বাস্তবায়িত হয়নি।
শোনা যাচ্ছে, অরিন্দমের ছবিটির প্রযোজক এসভিএফ। এই ধরনের পিরিয়ড ড্রামার বাজেট অনেকটাই বেশি। ইন্ডাস্ট্রির এক সূত্রের দাবি, প্রযোজনার ক্ষেত্রে এই ছবিতে এসভিএফ-এর সঙ্গে হাত মেলাতে পারে ক্যামেলিয়া। যদিও এই প্রসঙ্গে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি মূল ছবিতে অভিনয় করেছিলেন উত্তমকুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন উত্তমকুমার। রাজা শঙ্কর সিংহের অন্তর্ধান নিয়ে ঘনিয়ে ওঠে রহস্য। তার পর আসল রাজার স্থানে আসে নকল রাজা গৌরী শঙ্কর। এই দুই চরিত্রেই ছিলেন মহানায়ক। অন্য দিকে ময়ূরবাহনের চরিত্রে অভিনয় করেন সৌমিত্র।