তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ১০০ কোটি টাকার পঞ্জি স্কিম কেলেঙ্কারি মামলায় অভিনেতা প্রকাশ রাজকে ক্লিনচিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে প্রকাশ রাজের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল ED। গত ২০ নভেম্বর অভিনেতাকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সেই নির্দেশমাফিক গত ৫ ডিসেম্বর চেন্নাইয়ের ED-এর দপ্তরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ রাজ।
জিজ্ঞাসাবাদের পর ED-এর তদন্তকারীরা সন্তুষ্ট হন যে প্রকাশ রাজ এই কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই জড়িত নন। তাই তাঁকে ক্লিনচিট দেওয়া হয়।প্রসঙ্গত, যে গয়না প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে, সেই প্রতিষ্ঠানটি সোনা কিনে বাজারে বিনিয়োগ করা এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় একশো কোটি টাকা তুলেছে। এই জালিয়াতির বিরুদ্ধে তদন্ত করতেই প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল ED। কারণ, সংশ্লিষ্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রকাশকে একাধিকবার দেখা গিয়েছে।