সংসদে গ্যাস হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর।
সংসদ হামলার ঘটনায় ললিত ঝাঁকে মূলচক্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝাঁর সঙ্গে বাংলার কোনও যোগ নেই বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ললিত ঝাঁর কোনও বঙ্গ যোগ নেই, ওরা ঝাড়খন্ড বিহারে রয়েছে। বাংলার নামে কুৎসা আর অপপ্রচার করার চেষ্টা সবসময়।”
মুখ্যমন্ত্রী বলেন, “সংসদের নিরাপত্তা ব্যবস্থায় বড় গলদ ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সেটা মেনে নিয়েছেন। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।”গত বুধবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই কয়েকজন ঢুকে পড়েন ভিতরে। তাঁদের হাতে ছিল কেনিস্টার। কোনও বড়সড় দুর্ঘটনার আগেই তাঁদের ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।
এরপরই তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে মূলচক্রী ললিত ঝার বঙ্গ যোগের তত্ত্ব সামনে আসে। যাকে হাতিয়ার করে সুর চড়ায় গেরুয়া শিবির। বলা হয়, বাংলা অপরাধের আখড়ায় পরিণত হয়েছে।