বড়দিন আসতে আর মাত্র কয়েকদিন বাকি। শহরের বাইরে কোথাও ঘুরে বেড়ানোর প্ল্যান করছেন অনেকেই। কিন্তু পছন্দের জায়গাতে বুকিং পাওয়া যায় না। আবার দেরি করে বুকিং করার তোড়জোড় শুরু করায় ঝামেলায় পড়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে বড়দিনটা অন্যরকমভাবে কাটাতে চাইলে উত্তরবঙ্গের ডুকা ভ্যালি হতে পারে একটি ভালো অপশন।
ডুকা ভ্যালি কালিম্পং থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এই গ্রাম এখনও পর্যটকদের কাছে খুব একটা পরিচিত নয়। তাই এখানে গেলে আপনি নির্জনতা উপভোগ করতে পারবেন। চারদিকে সবুজের সমারোহ। পাহাড়ের ঢালে থরে থরে সাজানো টিলা। সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য।
ডুকা ভ্যালিতে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। এসব হোমস্টেতে থাকার খরচ জনপ্রতি দিনে ১২০০ থেকে ১৩০০ টাকা। কটেজে থাকলে খরচ ১৪০০ টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধের স্ন্যাকস এই প্যাকেজের মধ্যেই থাকছে।