হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বান্ডলা ধার এলাকায় সম্প্রতি এক যুবক স্কুটি চালিয়ে প্যারাগ্লাইডিং করে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন। নীল আকাশে সাদা মেঘের ভেলা মাঝে উড়তে উড়তে স্কুটি চালানোর দৃশ্য দেখে অনেকেই চমকে গেছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৬ ডিসেম্বর। পাঞ্জাবের বাসিন্দা হর্ষ নামের ওই যুবক একজন প্রশিক্ষিত প্যারাগ্লাইডার। তিনি স্কুটি চালিয়ে প্যারাগ্লাইডিং করার জন্য বিশেষভাবে প্রস্তুত ছিলেন। স্কুটিটিকে হালকা করার জন্য তিনি এর ব্যাটারি খুলে রাখেন। এরপর সমতল দিয়ে ছুটতে ছুটতে তিনি পাহাড় ঘেঁষা খাদে ঝাঁপ দেন। এবং উড়তে শুরু করেন নীল আকাশে।
স্থানীয়রা এই অবিশ্বাস্য দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান। তারা অনেকেই মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
নেটিজেনরাও এই ঘটনার প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, “ইটি” সিনেমায় শূন্যে সাইকেল চালানোর দৃশ্য দেখেছিলেন। কিন্তু এবার আকাশে স্কুটি চালানোর দৃশ্য দেখে তারা আরও বেশি অবাক হয়েছেন।