বৃহস্পতিবার হৃদ্রোগে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপড়ে। শুটিংয়ের মাঝে বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তবে অপারেশনের সময় ১০ মিনিটের জন্য তাঁর হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যায়।
অভিনেতার পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বর্তমানে শ্রেয়সের অবস্থা স্থিতিশীল। অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি চোখ খুলেছেন এবং পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে হাসিয়েছেন। খুব শীঘ্রই কথা বলতে পারবেন বলে আশা করছেন তাঁরা।
শ্রেয়সের স্ত্রী দীপ্তি তলপড়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান, ‘‘আমাদের বন্ধু, শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ। আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য। আমার স্বামী এখন আগের থেকে অনেক ভালো আছেন। আর কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যেতে পারব। চিকিৎসক টিমের কাছেও আমি কৃতজ্ঞ। এমন এক দুঃসময়ে তাঁদের পাশে থাকার জন্য।’’