আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক বসবে। এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় রাজ্যে রাজ্যে আসন সমঝোতা এবং লোকসভা ভোটে ইন্ডিয়ার নির্বাচনী ইস্যু। কিন্তু এই বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কেজরিওয়াল প্রতি বছর ১০ দিনের বিপাসনা কর্মসূচি পালন করেন। এবারও তিনি ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা করেছেন। এই কর্মসূচির সময় তিনি অজ্ঞাতবাসে থাকবেন।
কেজরিওয়ালের এই কর্মসূচি ঘোষণার পর ইন্ডিয়া জোটের নেতৃত্ব চিন্তায় পড়েছে। কারণ দিল্লিতে বৈঠক হলেও দিল্লির মুখ্যমন্ত্রী সেখানে অনুপস্থিত থাকলে গেরুয়া শিবির কটাক্ষ করতে ছাড়বে না। তাই কেজরিওয়াল নিজে না পারলে দলের হেভিওয়েট কাউকে পাঠাতে ইন্ডিয়া জোটের নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।