ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির রেস্তোরাঁয় ফের আইনভঙ্গের অভিযোগ উঠল। এবার দিল্লির ‘ওয়ান ৮ কমিউন’ রেস্তোরাঁয় কপিরাইট আইন ভেঙে গান বাজানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে দিল্লি হাই কোর্টের নির্দেশে রেস্তোরাঁয় গান বাজানো বন্ধ করা হয়েছে।
ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেড (PPL) অভিযোগ করেছিল যে, ‘ওয়ান ৮ কমিউন’ রেস্তোরাঁয় তাদের স্বত্বাধীন গান অনুমতি ছাড়াই বাজানো হচ্ছে। এই গানবাজানোয় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেছিল সংস্থাটি।
এই অভিযোগের ভিত্তিতে দিল্লি হাই কোর্টের বিচারপতি সি হরি শঙ্কর রেস্তোরাঁ কর্তৃপক্ষকে PPL-এর স্বত্বাধীন গান বাজানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সংশ্লিষ্ট স্বত্বাধারী সংস্থার অনুমতি ছাড়া গান ব্যবহার করা অনুচিত। কপিরাইট আইন মেনে চলার কথাও বলেছেন তিনি।