বিনোদন

বলিউডের নেপোটিজমের কারণে মেলেনি কাজ, এই ছেলেই আজ চীনের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা!

 

উত্তরাখণ্ডের তেহরি গরওয়ালের ছোট্ট গ্রাম কেমরিয়া-সাউরে জন্ম দেব রাতুরি। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। কিন্তু ব্রুস লি-র ভক্ত দেব জানতেন, তাঁর লক্ষ্য পূরণ করতে হলে তাঁকে অনেক চড়াই-উতরাই পার হতে হবে।

নিজের স্বপ্ন পূরণের জন্য দেব ১৯৯৮ সালে মুম্বই পাড়ি দেন। কিন্তু বলিউডে তাঁর স্বপ্ন পূরণ হয়নি। অভিনেতা হওয়ার জন্য অডিশন দিয়েও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। ব্যর্থতার বোঝা নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসতে হয়েছিল তাঁকে।তবে দেব হাল ছাড়েননি। তিনি সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক, তাঁর স্বপ্ন পূরণ করবেন।

২০০৫ সালে দেব চিনে চলে যান। সেখানে একটি ভারতীয় রেস্তোরাঁয় কর্মচারীর কাজ নেন তিনি। প্রথম দু’বছর তাঁর বেতন ছিল মাত্র ১৬৫০ ইউয়ান। তবে ধীরে ধীরে তাঁর ভাগ্য বদলাতে থাকে। কয়েক বছরের মধ্যে তিনি রেস্তোরাঁর মালিক হয়ে যান।একদিন দেবের রেস্তোরাঁয় একটি চলচ্চিত্রের দৃশ্যধারণের জন্য আসেন চিনের এক চিত্রপরিচালক। দেব সেই চিত্রপরিচালককে তাঁর অভিনয়ের দক্ষতা দেখান। চিত্রপরিচালক তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন এবং তাঁকে তাঁর একটি স্বল্প বাজেটের চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।

২০১৬ সালে দেব চিনে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। তা-ও আবার খলনায়কের চরিত্রে। তবে তাঁর অভিনয় দক্ষতা সকলের নজর কাড়ে। এরপর থেকেই দেব চিনের চলচ্চিত্র জগতে দ্রুত উত্থান লাভ করতে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.