ইজ়রায়েলে চলমান যুদ্ধের কারণে কর্মী সংকটের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের হরিয়ানা রাজ্য থেকে ১০ হাজার কর্মী নিয়োগ করা হচ্ছে। নির্মাণকাজে দক্ষ এই কর্মীদের ইজ়রায়েলে পাঠানো হবে।
হরিয়ানা কৌশল রোজগার নিগম (এইচকেআরএন) এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাশ। বেতন মাসে ৬,১০০ ইজ়রায়েলি মুদ্রা, যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৩৪ হাজার টাকার বেশি।
আবেদনের জন্য বয়সসীমা ২৫ থেকে ৫৪ বছর। নির্মাণকাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিল্পক্ষেত্রে নির্মাণ, কাঠের কাজ, মেঝেতে টাইল্স বসানোর কাজ, লোহার কাজ, বহুতল নির্মাণের কাজ জানতে হবে আবেদনকারীদের।
ইজ়রায়েল সরকারের অনুরোধে এই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজ়রায়েলে প্যালেস্টাইনি কর্মীদের কাজের ছাড়পত্র বাতিল করা হয়েছে। এর ফলে কর্মী সংকট তৈরি হয়েছে। ভারত থেকে দক্ষ শ্রমিক পাওয়া সহজ হওয়ায় ইজ়রায়েল সরকার ভারতের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।