পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় দলের অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়ল। গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনুপমের নিরাপত্তা প্রত্যাহার করে। এরপর থেকেই অনুপম এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে বাগযুদ্ধ চলছে।
অনুপম হাজরার অভিযোগ, তিনি রাজ্য নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে গিয়েই এই শাস্তি পেয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি নিজের নিরাপত্তা প্রত্যাহারের জন্যই আবেদন করেছিলেন।
সুকান্ত মজুমদার অবশ্য অনুপমের এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, অনুপমের নিরাপত্তা প্রত্যাহার আইবি ডিপার্টমেন্টের সুপারিশের ভিত্তিতে করা হয়েছে।
অনুপম হাজরা দীর্ঘদিন ধরে রাজ্য নেতাদের বিরুদ্ধে মুখ খুলে আসছেন। তিনি অভিযোগ করেন, রাজ্য নেতারা দলের স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থের কথা ভাবছেন। তিনি বিজেপি থেকে দুর্নীতিবাজদের তাড়ানোর দাবি জানিয়েছেন।