২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ৪২টি আসনের মধ্যে কমপক্ষে ১২টিতে মহিলা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্য বিজেপির অনেক মহিলা নেত্রীর জন্য সুযোগ সৃষ্টি হবে।গত লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে পাঁচজন মহিলা প্রার্থী দিয়েছিল। এর মধ্যে দুজন জিতেছেন। এবারও এই ছয়জন প্রার্থীর মধ্যে সম্ভবত পাঁচজনের টিকিট দেওয়া হবে। এরপর ছয়জনকে প্রার্থী করতে হবে।
এই ছয়টি আসনের জন্য বিজেপির অনেক মহিলা নেত্রীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।গত বিধানসভায় নির্বাচনে সোনারপুর দক্ষিণ আসনে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু।
বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপির টিকিট পেয়েছিলেন কেয়া ঘোষ।রাজ্য বিজেপির সহ-সভাপতি চিকিৎসক মধুছন্দা কর।গত বিধানসভায় দমদম উত্তরের বিজেপি প্রার্থী চিকিৎসক অর্চনা মজুমদার।