বিনোদন

মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম সেজে উঠছে নতুনভাবে, বরাদ্দ প্রায় কয়েক কোটি টাকা! কিন্তু কেন?

 

শীতের মরসুমে বাংলায় পর্যটকদের ভিড় বাড়ে। এবার সেই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রামে। কারণ, এই গ্রামকে আরও ভাল করে চেনাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

দেশের ৭৯৫টি আবেদনের মধ্য থেকে ভারতসেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে কিরীটেশ্বরী গ্রাম। সেই গ্রামকে আরও আকর্ষণীয় করে তুলতে কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে রাজ্য। এই অর্থে তৈরি হবে অত্যাধুনিক শৌচালয়, রাত্রিবাসের ব্যবস্থা, মুক্তমঞ্চ এবং এলইডি আলোয় আলোকিত হবে গোটা মন্দির চত্বর।

এই উন্নয়নমূলক কাজ আগামী বছরের প্রথম মাসের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পৌষ মাস জুড়ে মেলা হবে কিরীটেশ্বরীতে। সেই উৎসব পর্ব মিটলে জোরকদমে শুরু হয়ে যাবে বাকি কাজ।

কিরীটেশ্বরী গ্রামে শাক্ত সাধনার অন্যতম স্থল। এই গ্রামে হিন্দু ধর্মের পাশাপাশি মুসলিম ধর্মের লোকজনও বসবাস করে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও এই গ্রাম বিখ্যাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.