কলকাতা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘কেনেডি’ প্রদর্শিত হয়। এই ছবিতে সানি লিওন এবং রাহুল ভট্ট অভিনয় করেছেন। ছবিটি একটি থ্রিলার।ছবির প্রদর্শনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন অনুরাগ কাশ্যপ। তিনি বলেন, এই ছবিটি তাঁর কাছে একটি ব্যক্তিগত ছবি। তিনি ২০ বছর আগে এই ছবির জন্য একটি চিত্রনাট্য লিখেছিলেন। কিন্তু তা আর হয়নি। অবশেষে ছবিটি তৈরি করতে পেরে তিনি খুব খুশি।
ছবিটি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। কিন্তু অনুরাগ বলেন, মুম্বইয়ে ছবির প্রদর্শনের পর তিনি দর্শকের যে প্রতিক্রিয়া পেয়েছেন, তা অনেক বেশি আন্তরিক। কারণ এখানে সাবটাইটেল নেই। নিজের ভাষায় ছবি দেখে দর্শকের মনে কোনও প্রশ্ন জাগেনি। এ থেকে বুঝেছেন যে, ছবি ভাল হয়েছে।
শুরু থেকেই অনুরাগ কম বাজেটে এবং প্রকৃত অভিনেতাদের নিয়ে ছবি করতে উৎসাহী। কিন্তু পর্দায় এখন মধ্যমেধার বাড়বাড়ন্ত। এই প্রসঙ্গে পরিচালক বলেন, জাফর পানাহির মতো পরিচালককেও ছবি তৈরি করে ছবির মুক্তির জন্য লড়াই করতে হয়। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে, এমন একটা দেশে বাস করেন, যেখানে বছরে হাজারটা ছবি তৈরি হয় এবং বছরে তিনি একটা ছবি তৈরি করতে পারেন।