বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী আগামী লোকসভা ভোটের আগে নিজের উত্তরসূরী ঘোষণা করেছেন। তাঁর ভাইপো আকাশ আনন্দকেই আগামী দিনে দলের হাল ধরার দায়িত্ব দেওয়া হয়েছে।আকাশের বয়স মাত্র ২৮ বছর। রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা মেরে কেটে বছর ছয়েকের। এর আগে তিনি লন্ডনে পড়াশোনা করেছিলেন। তবে মায়াবতী তাঁকে রাজনীতিতে আনার প্রস্তুতি দীর্ঘদিন ধরেই নিচ্ছিলেন।
২০১৭ সালে আকাশকে নিয়ে দলের এক কর্মসূচিতে এসে হাজির হয়েছিলেন মায়াবতী। তিনি বলেছিলেন, “এ হল আমার ভাইপো আকাশ। ও লন্ডন থেকে এমবিএতে স্নাতক পাশ করে এসেছে। আর এখন থেকে দলের কাজও করবে।”
এরপর থেকে ধীরে ধীরে আকাশকে দলের বিভিন্ন কাজে ছোটখাটো দায়িত্ব দেওয়া হতে থাকে। ২০১৯ সালের লোকসভা ভোটে বিএসপির প্রচারের দায়িত্ব দেওয়া হয় আকাশকে। তাঁর ঠিক করে দেওয়া রণকৌশলের ফলে বিএসপি লোকসভায় ১২টি আসন পেতে সক্ষম হয়।দলের অনেকেই মনে করেন, আকাশকে নিজের উত্তরসুরী হিসাবে অনেক আগে থেকেই ভেবে রেখেছিলেন মায়াবতী। সেই ভাবনাকে মাথায় রেখেই ধীরে ধীরে নিজে হাতে আকাশকে গড়ে পিটে নিয়েছেন তিনি।
আকাশের উত্তরসূরী ঘোষণা নিয়ে দলের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীরা আশা করছেন, আকাশের নেতৃত্বে বিএসপি আবারও উত্তরপ্রদেশে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হবে।