বিনোদন

মুখ্য চরিত্র না পেলে কাজ করবো না এমন ভাবি না আমি, জানালেন স্বস্তিকা

 

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে রয়েছেন দীর্ঘ দিন। কিন্তু এবারই প্রথম তাঁর অভিনীত দুটি ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। উৎসবের বাংলা প্যানোরামা বিভাগে অভিজিৎ শ্রীদাস পরিচালিত ‘বিজয়ার পরে’ এবং রাজেশ রায় পরিচালিত ছবি ‘মাতৃপক্ষ’-এ অভিনয় করেছেন তিনি।

গতকাল নন্দন চত্বরে আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্তে কথা বলতে গিয়ে স্বস্তিকা বললেন, “আমি খুবই অবাক হয়েছি। ছবিগুলো উৎসবে জমা দেওয়ার পর কোনও খবর পাচ্ছিলাম না। তার পর পরিচালকদের থেকে হঠাৎ জানতে পারলাম। আমি খুবই খুশি।”

চলতি বছরেই ‘শিবপুর’ ছবিতে স্বস্তিকার অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। তার পর চলচ্চিত্র উৎসবে দু’টি ছবির নির্বাচন। এই বছরটাকে কী ভাবে দেখছেন তিনি? স্বস্তিকা বললেন, “আমি ভাল-মন্দ বিচার করি না। কোনও বছর বেশি, তো কোনও বছরে কম কাজ করি। তা ছাড়া, এখন শুধু ভাল কাজই করতে চাই।”

যেটুকু জায়গা পাচ্ছেন, তার মধ্যেই চরিত্রকে কী ভাবে দর্শকদের মনে গেঁথে দিতে পারেন, সেই ব্যাপারেই বেশি মনোযোগ দেন স্বস্তিকা। উদাহরণ দিতে গিয়ে অভিনেত্রী তাঁর জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ় ‘পাতাললোক’-এর প্রসঙ্গ উত্থাপন করলেন। বললেন, “ওই সিরিজ়ে আমরা প্রায় দুশো জন কাজ করেছিলাম। তার মধ্যে যদি আমার চরিত্রটা দর্শকের মনে থাকে, তার মানে আমাকে ততটাই বেশি পরিশ্রম করতে হচ্ছে। কে মুখ্যচরিত্রে, কে পার্শ্বচরিত্রে, এ সব নিয়ে এখন কেউ ভাবে না।”

এই বছর থেকে উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে থাকছে পুরস্কার। দেখানো হচ্ছে স্বস্তিকার দু’টি ছবি, তাই সুযোগও বেশি। পুরস্কার পেলে কী করবেন? অভিনেত্রী হেসে বললেন, “একটি ছবিতে আমি শহরের মহিলার চরিত্রে। অন্য ছবিতে একদমই মেঠো চরিত্র, যেখানে আমার সংলাপ বলার ধরনটাও অন্যরকম। যদি কোনও ছবির জন্য পুরস্কার পাই, তাহলে সেই ছবির পরিচালক এবং সহকর্মীদের সঙ্গে মিলে একটি পার্টি দেব।”

স্বস্তিকার অভিনয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তাঁর অভিনীত ছবি এবং ওয়েব সিরিজ় সবসময়ই দর্শকের ভালোবাসা পায়। এবারও তিনি আশা করছেন, তাঁর অভিনীত দুটি ছবি দর্শকদের ভালো লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.