শনিবার রাঁচীতে তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কেন্দ্রীয় সংস্থা সূত্রেই দাবি, কংগ্রেস সাংসদের বাড়ি থেকে এখনও পর্যন্ত যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা ৩০০ কোটি টাকারও বেশি।
আয়কর দফতর সূত্রে জানা গেছে, ধীরজ সাহুর ওড়িশা এবং ঝাড়খণ্ডের বাড়ি থেকে মোটে ছোট-বড় ২০০টি ব্যাগে এই নগদ লোকানো ছিল। টাকা গোনার জন্য ৪০টি টাকা গোনার মেশিন ব্যবহার করতে হয়েছে। টাকা গুনতে দুই দিনেরও বেশি সময় লেগেছে।
আয়কর দফতরের তদন্ত অনুযায়ী, ধীরজ সাহু তাঁর ব্যবসায় থেকে যে আয় করেন, তাতে এত টাকা জমা করা সম্ভব নয়। তাই এই টাকা অবৈধভাবে উপার্জিত বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কংগ্রেস নেতারা এই ঘটনাকে “ষড়যন্ত্র” বলে দাবি করেছেন। তারা বলেন, বিজেপি সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানি করার জন্য এই ধরনের তল্লাশি চালাচ্ছে।
তবে আয়কর দফতরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তরফে বলা হয়েছে, এই তল্লাশি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।