ভারতের প্রয়াত কবি কুভেম্পুর নামাঙ্কিত কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার ২০২৩ সালে পেয়েছেন বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই পুরস্কারটি ভারতীয় সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই সম্মানে বাংলার সাহিত্য জগতে উৎসবের আমেজ।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালে পূর্ববঙ্গের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ছোটগল্প, উপন্যাস, শিশুসাহিত্যসহ বিভিন্ন ধারায় সাহিত্য রচনা করেছেন। তাঁর রচিত উপন্যাস, ছোটগল্প ও শিশুসাহিত্য বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘পার্থিব’, ‘ফজল আলি আসছে’, ‘গোঁসাইবাগানের ভূত’, ‘পাগলা সাহেবের কবর’, ‘পটাশগড়ের জঙ্গলে’, ‘পাতালঘর’ ইত্যাদি। তাঁর ছোটগল্পের মধ্যে উল্লেখযোগ্য ‘ঘনঘোর’, ‘ভ্রমণসঙ্গী’, ‘অনাগত’, ‘অপরিচিতা’, ‘আলো-আঁধার’ ইত্যাদি। শিশুসাহিত্যের মধ্যে ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, ‘অদ্ভুত কাণ্ডের বই’, বিভিন্ন ভূতের গল্পের বই ইত্যাদি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর লেখার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর লেখায় রয়েছে জীবনের গভীর বোঝাপড়া, মানবতাবোধ এবং সমাজ সচেতনতা। তাঁর লেখার মাধ্যমে তিনি পাঠকদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছেন।
কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তির জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন। তাঁর এই সম্মান বাংলার সাহিত্য জগতের জন্য এক গৌরব।