সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি অ্যানিমাল-এ খল চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন ববি দেওল। ছবিতে নিজের বিয়ের অনুষ্ঠানে সদ্যবিবাহিতা স্ত্রীকে ধর্ষণ করার দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।
ববি দেওল অবশ্য নিজেকে খলনায়ক বলে মানতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অ্যানিম্যাল-এ আব্রারের চরিত্রকে খলনায়ক হিসাবে দেখানো হলেও আমি আমার চরিত্রকে খল বলে মনে করি না। আব্রার নিজের চোখের সামনে তার দাদুকে আগুনে পুড়ে মরতে দেখেছে। তাতে এতটাই কষ্ট পেয়েছিল যে সে বোবা হয়ে যায়। তার পর থেকে তার মধ্যে প্রতিহিংসা তৈরি হয়েছে। তবে সে নিজের পরিবারকে ভালোবাসে বলেই সে প্রতিশোধ নিতে চায়। কারণ, আব্রার খুব পরিবারকেন্দ্রিক মানুষ। তার তিন জন স্ত্রী আছে, একাধিক সন্তান আছে। সবাইকেই সে ভালোবাসে। নিজের পরিবারের জন্য সে খুনও করতে রাজি। প্রেমিক না হলে এমন ভাবে ভাবা যায় না!”
অ্যানিম্যাল সম্পর্কিত বিতর্ক প্রসঙ্গে ববি দেওল বলেন, “আমি কোনও ছবি বা সেই ছবির কোনও চরিত্রকে উচিত-অনুচিতের ভিত্তিতে বিচার করি না। কারণ আমাদের সমাজে এমন লোকজনও আছেন। আমি অভিনেতা হিসাবে স্রেফ সেই চরিত্রে অভিনয়টুকু করি।”
ববি দেওলের এই বক্তব্যে অনেকেই সমর্থন জানিয়েছেন। তাদের মতে, একজন অভিনেতা তার চরিত্রের বিচার করতে পারবে না। তাকে শুধু সেই চরিত্রে বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করতে হবে।