বছরের শেষ দিকে বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর। ছবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন চেহারায় দেখা গিয়েছে রণবীরকে।
ছবিতে রণবীরকে একটি দৃশ্যে ভুঁড়িওয়ালা চরিত্রে দেখা যায়। এই দৃশ্যের জন্য প্রস্থেটিক বডিস্যুট ব্যবহার করেছেন রণবীর। প্রস্থেটিক বডিস্যুট হল এমন একটি পোশাক যা দিয়ে শরীরের আকার-আকৃতি পরিবর্তন করা যায়। এই পোশাটের সাহায্যে রণবীর খুব সহজেই ভুঁড়িওয়ালা চরিত্রে রূপ নিতে পেরেছিলেন।
কিছু নেটাগরিক রণবীরের এই সিদ্ধান্তকে নিয়ে সমালোচনা করেছেন। তাঁদের মতে, রণবীরকে প্রস্থেটিক বডিস্যুট ব্যবহার না করে সত্যিই ওজন বাড়িয়ে ভুঁড়িওয়ালা চরিত্রে অভিনয় করা উচিত ছিল। তাঁদের যুক্তি, বলিউডের অনেক অভিনেতাই চরিত্রের জন্য নিজেদের শরীর গড়ে নিতে কঠোর পরিশ্রম করেন। কিন্তু রণবীর তা করেননি।
তবে রণবীরের সমর্থনেও অনেকে কথা বলেছেন। তাঁদের মতে, প্রস্থেটিক বডিস্যুট ব্যবহার করলে অভিনেতাদের শারীরিক ও মানসিক চাপ কমে। এছাড়াও, প্রস্থেটিক বডিস্যুট ব্যবহার করলে অভিনেতারা তাদের মূল চরিত্রের চেহারাটিকে ধরে রাখতে পারেন।
অবশ্য, রণবীর নিজেই এই সমালোচনায় কান দেননি। তিনি বলেছেন, “আমি এই চরিত্রের জন্য যতটা দক্ষতার সাথে অভিনয় করতে পারতাম, করেছি। প্রস্থেটিক বডিস্যুট ব্যবহার করে আমি আমার কাজটিকে সহজ করতে চেয়েছিলাম। আমি মনে করি, প্রস্থেটিক বডিস্যুট ব্যবহার করা কোনো অপরাধ নয়।”