কলকাতায় চলচ্চিত্র উৎসবে দেখানো হল অভিনেতা চন্দন রায় সান্যাল পরিচালিত প্রথম ছবি ‘সুজ়ি কিউ’। এই ছবির পাশাপাশি নতুন কাজ নিয়েও কথা বললেন অভিনেতা।
চন্দন রায় সান্যাল বাংলা এবং হিন্দি উভয় ভাষার ছবিতেই অভিনয় করেন। তবে বাংলায় তাঁর কাজের পরিমাণ তুলনামূলকভাবে কম। এ বিষয়ে চন্দন বললেন, “আমি বাংলায় কাজ করতে পছন্দ করি। কিন্তু প্রস্তাব এলে নিশ্চয়ই কাজ করব। মানুষের মনে হয়, আমি করি না। আমার মনে হয়, আমাকে ডাকা হয় না। এই ভাবেই বিষয়টা এগোতে থাকে। আসলে আমার মনে হয়, আমাকে এখনও খুব কম ব্যবহার করা হয়েছে।”
চন্দনের মতে, তাঁর মতো অভিনেতাদেরকে প্রায়ই ‘মাল্টিটাস্কার’ হিসেবে দেখা হয়। তারা যেকোনো ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। কিন্তু এই ধারণাটি ঠিক নয়। অভিনেতাদেরও তাদের শক্তি এবং দুর্বলতা থাকে। চন্দন বললেন, “আমি একজন অভিনেতা হিসেবে এখনও নিজেকে কম ব্যবহৃত মনে করি। আমি এখনও অনেক কিছু শিখতে চাই।”
এদিকে, পরিচালক হিসেবে চন্দন রায় সান্যাল বেশ সফল। তাঁর প্রথম ছবি ‘সুজ়ি কিউ’ বেশ প্রশংসিত হয়েছে। দ্বিতীয় ছবি ‘প্লে ব্যাক সিঙ্গার’-এর শুটিংও শুরু করে দিয়েছেন তিনি। এই ছবিতে নব্বইয়ের দশকে বিহারের একজন মহিলার প্লে ব্যাক শিল্পী হয়ে ওঠার লড়াইকে তুলে ধরা হবে।
চন্দন রায় সান্যাল একজন প্রতিভাবান অভিনেতা এবং পরিচালক। আশা করি, ভবিষ্যতে তিনি আরও ভালো ভালো কাজ উপহার দেবেন।