গতকাল মঙ্গলবার ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই।
এই দুর্যোগের মধ্যেই চেন্নাইয়ের ভূমিপুত্র অস্কারজয়ী সুরকার এআর রহমানের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রহমান বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই বানভাসি হয়ে পড়েছে, এমন সময় সুরকার নিজের শহরে নেই। এতে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুবাইতে রহমান হরিনাম-কীর্তনে মগ্ন। এই ভিডিয়ো দেখে আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন অনেকে। তাঁরা বলছেন, যে সময় নিজের শহর বানভাসি, সেই সময় সুরকার হরিনাম-কীর্তনে মত্ত।
তবে রহমানের কর্মকাণ্ডের পক্ষেও অনেকে কথা বলেছেন। তাঁরা বলছেন, সুরকার ব্যক্তিগত জীবনে কী করেন, তা নিয়ে অন্যদের হস্তক্ষেপ করা উচিত নয়।