বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী সম্প্রতি কলকাতায় এসেছিলেন তাঁর নতুন ছবি ‘কড়ক সিংহ’-এর প্রচারে। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ।
পঙ্কজ ত্রিপাঠীকে ‘মির্জাপুর’-এর ‘কালীন ভাইয়া’ চরিত্রে দেখার পর থেকে তিনি বাঙালি দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। পঙ্কজ নিজেও মনে করেন, ‘কালীন ভাইয়া’ চরিত্রটি তাঁকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।
‘কড়ক সিংহ’-এর গল্প নিয়ে পঙ্কজ বলেন, “ছবির গল্পটা বেশ জটিল। আমার চরিত্রটিও খুবই অন্যরকম। আমি এর আগে এমন চরিত্রে কখনও অভিনয় করিনি। পরিচালক টনিদা’র ছবিতে কাজ করার অভিজ্ঞতাটা খুবই ভালো হয়েছে।”
ছবিতে জয়া আহসানের সঙ্গে পঙ্কজের ঘনিষ্ঠ দৃশ্য বেশ নজর কেড়েছে। এ প্রসঙ্গে পঙ্কজ বলেন, “এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করলাম। তবে কোনও রকম প্রস্তুতি নিইনি। পেশাদার অভিনেতা হিসাবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেছি। কোনও রকম অসুবিধা হয়নি।”
পঙ্কজ ত্রিপাঠী মনে করেন, তিনি ‘স্টার’ নন। তিনি বলেন, “আমি এখনও মাটির মানুষ। আমি প্রতিদিন স্কুটি চালিয়ে অফিসে যাই। আমার শ্বশুরবাড়ি কলকাতায়। তাই কলকাতা আমার কাছে খুবই প্রিয়।”
অবসর সময় পঙ্কজ ত্রিপাঠী কবিতা পড়তে এবং ভাতঘুম দিতে ভালোবাসেন। তিনি বলেন, “আমি মনেপ্রাণে বাঙালি। তাই ভাতঘুম আমার কাছে খুবই পছন্দের।”