বিনোদন জগতে ঝড় তুলেছে রণবীর কপূর, রশ্মিকা মন্দানা, অনিল কপূর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। মুক্তি পর থেকেই ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। কিন্তু ছবিটি নিয়ে শুরু হয়েছে বিতর্কও। ছবিতে উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ, হিংসা এই সবই রয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার এই ছবিটি দেখে রীতিমতো ভয় পেয়ে সিনেমা হলেই কান্নাকাটি শুরু করেন এক সাংসদ-কন্যা। কাঁদতে কাঁদতে বেরিয়ে যান হল থেকে। তার পর সংসদে চিৎকার করতে থাকেন সাংসদ মা।
ঘটনাটি ঘটেছে গত রবিবার। কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জনের কন্যা সীমা গত রবিবার বন্ধুদের সঙ্গে ‘অ্যানিম্যাল’ দেখতে গিয়েছিলেন। ছবিটি দেখতে গিয়ে তিনি রীতিমতো ভয় পেয়ে যান। ছবিতে দেখানো হয়েছে, রণবীর কপূরের চরিত্রটি একজন উগ্র পৌরুষবাদী ব্যক্তি। সে তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করে। এছাড়াও, ছবিতে নারীদেরকে হীনম্মন্য হিসেবে দেখানো হয়েছে।
সীমা ছবিটি দেখে এতটাই ভয় পেয়ে যান যে, তিনি কাঁদতে শুরু করেন। কাঁদতে কাঁদতে তিনি হল থেকে বেরিয়ে যান। তার পর তিনি তার মা রঞ্জিতকে সবকিছু খুলে বলেন। রঞ্জিতও ছবিটি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সংসদে এই ছবিটির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “এই ছবিটি আমাদের সমাজে নারীবিদ্বেষ ছড়াচ্ছে। এই ছবিটি নিষিদ্ধ করা উচিত।”