জলপাইগুড়ি জেলা প্রশাসন IAS, IPS হওয়ার জন্য আগ্রহী পড়ুয়াদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্সটিটিউটের জলপাইগুড়ি শাখা দায়িত্ব নেবে।
বুধবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এই প্রশিক্ষণের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজের ২৬০ জন পড়ুয়া উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্বোধন করেন জেলাশাসক সামা পারভিন। তিনি নিজেও একজন IAS অফিসার। তিনি তার জীবনের গল্প শোনান। তিনি বলেন, তিনি অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। তার মা কোনোদিন স্কুলে যাননি। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার পর পরিবারের প্রয়োজনে রেলে চাকরি শুরু করেন। কিন্তু তার মাথায় চেপে বসেছিল উচ্চশিক্ষার ভূত। চাকরি করতে করতে তিনি ডিসটেন্স কোর্সের মাধ্যমে পড়াশোনা এগিয়ে নিয়ে যান। এরপর তিনি UPSC পরীক্ষা দেন। সেখানেও সহজে সফলতা আসেনি। পরপর কয়েকবার পরীক্ষা দিয়ে তিনি সফল হন।