ভারতবর্ষের মানুষের কাছে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো ট্রেন। প্রতিদিন কয়েক কোটি ভারতীয় এই ট্রেনে করেই যাতায়াত করেন। সংবাদমাধ্যমের দৌলতে আমরা সবই দেখেছি ট্রেনের মধ্যে। তা সে প্রেম হোক কিংবা চুরি, খুন, রাহাজানি। সবই দেখা গিয়েছে ট্রেনের মধ্যে। তবে এবার ট্রেনের মধ্যে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। একই ট্রেনে সওয়ার দুই তরুণীর মধ্যে প্রথম দেখায় প্রেম এবং সেই যাত্রাতেই বিয়ে! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ঘটনাটি।
আসানসোল-জাসিডি ট্রেনে চলন্ত অবস্থায় এক যুগল বিয়ে করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, বর-কনে একজন অন্যজনের গলায় মালা পরিয়ে দেন। এরপর হিন্দু সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্য অনুযায়ী কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন বর।
বিয়ের এই অনুষ্ঠান দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, হয়তো তারা বিয়ের খরচ কমাতে চেয়েছেন, অথবা ভিন্ন কিছু করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন। ট্রেনে বিয়ের আইনি বৈধতা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। তবে আইনজীবীদের মতে, ট্রেনে বিয়ে করার কোনো আইনি বাধা নেই। যদি কোনো যুগল ট্রেনে বিয়ে করতে চায়, তাহলে তারা বিবাহ নিবন্ধক অফিসে বিয়ের নিবন্ধন করতে পারবেন।