আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে ভারতীয় স্কুল সার্টিফিকেট (আইএসসি) পরীক্ষা। অন্যদিকে, ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) পরীক্ষা।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএসসি পরীক্ষায় সকাল ৯টায় এবং দুপুর ২টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিলি করা হবে। আইসিএসই পরীক্ষায় সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে। ছাত্রছাত্রীদের পৌনে ১১টায় প্রশ্নপত্র বিলি করা হবে। ১৫ মিনিট তারা প্রশ্নপত্র খুঁটিয়ে দেখে নিতে পারবেন।
বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক সঞ্জীব কুমার বলেন, “লোকসভা ভোটের কারণে আমরা পরীক্ষার সময়সূচি এগিয়ে এনেছি। আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল মে মাসে প্রকাশ করা হবে।” পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই সময়সূচি ঘোষণার পর স্বস্তি ফিরে এসেছে।