পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই দিল্লি যাবেন। সেখানে তিনি INDIA জোটের বৈঠকে যোগ দেবেন। সেই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য সময় চাইতে পারেন। যদি প্রধানমন্ত্রীর সময় মিলে, তাহলে এই দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সম্ভাবনা উঠে আসতেই রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এই বৈঠকে রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও, রাজ্যের শ্রমিকদের পাওনা টাকার বিষয়েও আলোচনা হতে পারে।
তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর গত ৬ তারিখ, বুধবার বিরোধী INDIA জোটের বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সমন্বয়ের অভাবে বৈঠক বাতিল হয়। সেই বৈঠকে বিরোধীদের বেশ কয়েকজন শরিক যেতে পারবেন না বলে জানিয়ে দেন। পরবর্তী সময়ে সকলের সঙ্গে কথা বলে, দিনক্ষণ স্থির করা হবে বলে জানান শরিক নেতৃত্ব। সেই বৈঠক হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে।