কলকাতা চলচ্চিত্র উৎসবের মাঝে নন্দন চত্বরে হাজির হন এক হনুমান! তিনি দাঁত খিঁচিয়ে দর্শকদের ভয় দেখাতে থাকেন। কখনও সিঁড়ি বেয়ে উঠে পড়েন, কখনও আবার ক্যামেরার জন্য হেসে পোজ় দেন। তবে কিছুক্ষণ পরই চমক ভাঙে। জানা যায়, হনুমানের ছদ্মবেশে আসলে উৎসবে হাজির হয়েছেন এক ভবঘুর।
হনুমানের ছদ্মবেশে উৎসবে আসা ভবঘুরের নাম জ্যাকি ওয়াদওয়ানি। তিনি গুজরাটের ভাওনগরের বাসিন্দা। ছোট থেকেই তাঁর বাঁদর পছন্দ। অর্থ উপার্জনের জন্য তিনি বাঁদরের ছদ্মবেশে রাস্তায় খেলা দেখাতে শুরু করেন।
জ্যাকির এই কাণ্ডকারখানা দেখতে নন্দন চত্বরে ভিড় জমে যায়। অনেকে তো ভয়ে পালিয়েও যান। জ্যাকির এই ছদ্মবেশে আসার কারণ জানতে চাইলে পরিচালক হায়দর খান বলেন, ‘‘জ্যাকি ছোট থেকেই বাঁদরকে খুব ভালোবাসতেন। এক সময় অর্থ উপার্জনের জন্য তিনি এই বাঁদরের বেশেই রাস্তায় খেলা দেখাতে শুরু করেন।’’
হায়দর খান আরও বলেন, ‘‘মুম্বইয়ে এক দিন রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে দেখি, রাস্তায় একটা হনুমানকে এক দল কুকুর তারা করেছে। সেটা ছিল জ্যাকি। ওকে আমার বাড়িতে এক রাতের জন্য নিয়ে যাই। তার পরেই মনে হয় ওর জীবনের উপর একটা তথ্যচিত্র তৈরি করা উচিত।’’