বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বৃহস্পতিবার মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য বৈঠকে বসছে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই বৈঠকে থাকতে পারেন বলে জানা গেছে।
মধ্যপ্রদেশে বিজেপি ১৬৩টি আসনে জয়ী হয়েছে। বিরোধী কংগ্রেস জয় পেয়েছে মাত্র ৬৬টি আসনে। বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল এবং নরেন্দ্র সিংহ তোমর, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডের নাম মুখ্যমন্ত্রী পদে আলোচনায় রয়েছে।
রাজস্থানে বিজেপি ১১৫টি আসনে জয়ী হয়েছে। বিরোধী কংগ্রেস জয় পেয়েছে ৬৯টি আসনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ, বিধানসভা ভোটে জয়ী তিন সাংসদ মহন্ত বালকনাথ, দীয়া কুমারি এবং রাজ্যবর্ধন রাঠৌর, বিজেপির প্রাক্তন দুই রাজ্য সভাপতি ওপি মাথুর ও সতীশ পুনিয়া, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব, অর্জুনরাম মেঘওয়াল, লোকসভার স্পিকার ওম বিড়লার নাম মুখ্যমন্ত্রী পদে আলোচনায় রয়েছে।
ছত্তীসগঢ়ে বিজেপি ৫৪টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস ৩৫টি আসনে জয়ী হয়েছে। প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ, সদ্য বিধানসভা ভোটে জেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রেণুকা সিংহ, রাজ্য বিজেপির সভাপতি তথা বিলাসপুরের সাংসদ অরুণ সাউ, সদ্য বিধানসভা ভোটে জেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণুদেও সাই, প্রবীণ আদিবাসী নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামবিচার নেতাম, শাহের ‘ঘনিষ্ঠ’ অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা সদ্যনির্বাচিত বিজেপি বিধায়ক ওমপ্রকাশ চৌধুরীর নাম মুখ্যমন্ত্রী পদে আলোচনায় রয়েছে।
কেন্দ্রীয় নেতারা কার নাম চূড়ান্ত করবেন, তা এখনই বলা সম্ভব নয়। তবে, এটি নিশ্চিত যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে এমন কাউকে বসাতে চাইবে যিনি দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে জয়ের জন্য দলকে নেতৃত্ব দিতে পারবেন।