সম্প্রতি, ইন্টারনেটে ঘরে বসে আয়ের বিজ্ঞাপন দেখা যাচ্ছে বেশি। এই বিজ্ঞাপনগুলিতে প্রায়শই দেখা যায়, খুব অল্প সময়ে খুব সহজেই প্রচুর টাকা আয় করা সম্ভব। এই বিজ্ঞাপনগুলির ফাঁদে পা দিয়ে অনেক মানুষ প্রতারিত হয়েছেন।
ঘরে বসে আয়ের বিজ্ঞাপনে সাধারণত দেখা যায়, নির্দিষ্ট কোনও ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেই ঘরে বসে সহজ কাজ করে টাকা আয় করা যাবে। এই কাজগুলির মধ্যে থাকে, নির্দিষ্ট ভিডিও বা ছবিতে লাইক দেওয়া, কোনও অ্যাপের রেটিং দেওয়া, বা কোনও ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখা।
প্রতারকদের মূল উদ্দেশ্য হল, প্রথমে বিশ্বাস অর্জন করা। তাই তারা প্রথমে যোগাযোগের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে কথা বলে আস্থা অর্জন করেন। তারপর তারা জানান, ঘরে বসে সহজ কাজ করেই প্রচুর টাকা আয় করা সম্ভব।
প্রথম দিকে, প্রতারকরা কিছু টাকাও দেন। কিন্তু তারপরই শুরু হয় সমস্যা। প্রতারকরা বিভিন্ন অছিলায় টাকা নেয়। কখনও বলে, অ্যাকাউন্ট খোলার জন্য টাকা লাগবে। কখনও বলে, কাজের জন্য সরঞ্জাম কেনার জন্য টাকা লাগবে। আবার কখনও বলে, কাজের জন্য প্রশিক্ষণ দিতে হবে, সেই জন্য টাকা লাগবে।