বড়দিনে মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর নতুন ছবি ‘কাবুলিওয়ালা’। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে মিঠুন অভিনয় করেছেন রহমতের চরিত্রে। আফগানিস্তান থেকে কলকাতায় আসা এক ব্যবসায়ীর গল্প এই ছবি। রহমতের সঙ্গে মিনি নামের এক বাঙালি মেয়ের বন্ধুত্বের গল্পে উঠে আসে ধর্ম-জাতি-ভাষার ঊর্ধ্বে ভালবাসার বার্তা।
মিঠুন চক্রবর্তী বলেন, “আমি এই ছবিতে কাজ করতে খুবই উত্তেজিত। কারণ, এই গল্পটা এখনকার সময়ে খুবই প্রাসঙ্গিক। ধর্মের নামে আজ আমাদের সমাজে কত হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। এই ছবিটা সেই হিংসা-বিদ্বেষ দূর করতে সাহায্য করবে বলে আমি মনে করি।”
গত বছর ‘প্রজাপতি’ ছবি দিয়ে বড়দিনে দারুণ সাফল্য পেয়েছিলেন মিঠুন। এবারও বড়দিনে তাঁর ছবি মুক্তি পাচ্ছে। মিঠুন বলেন, “আমি আশা করি, এই ছবিও দর্শকদের ভালো লাগবে। কারণ, এই ছবিতে খুব সুন্দর একটা বার্তা রয়েছে।”
মিঠুনের রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি রাজনীতি নিয়ে কোনও প্রশ্ন করতে চাই না। আমি দুটো জিনিস মেলাই না। যখন ছবি করি, রাজনীতি নিয়ে কথা বলি না। যখন রাজনীতি করি, তখন আর সিনেমা নিয়ে কথা বলি না। আমি নিজেকে সে ভাবে তৈরি করেছি। এক সময় শুধু একটাই কাজ মন দিয়ে করি।”
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কি রাজনীতি নিয়ে আবার কথা বলবেন, এমন প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, “আলবাত! তখন শুধু রাজনীতি নিয়ে কথা বলব।”