বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী সম্প্রতি এক লাইভ শোতে হঠাৎই ক্ষেপে উঠেছিলেন। তিনি স্টেজেই বলেছিলেন, “তোর বাবা…”। তাঁর এই বক্তব্য শুনে শ্রোতা মহলে শুরু হয় বিতর্ক।
নচিকেতার ক্ষোভের কারণ হলো, তাঁকে নিয়ে বিভিন্ন জল্পনা, কানাঘুষো। এর মধ্যে অন্যতম হল তাঁর শারীরিক অবস্থা। নচিকেতা বলেন, লাইভ শো করতে গিয়ে তাঁকে বারবার প্রশ্ন করা হয়, “আপনার শরীর ভালো আছে তো?”। এই প্রশ্নের উত্তর দিতে তাঁকে অত্যন্ত বিরক্ত লাগে। তাঁর কথায়, “এইসব মানুষের কাছে যেন আর কোনো প্রশ্নই নেই!”
এর আগেও জল্পনা উঠেছিল, নচিকেতার নাকি ক্যান্সার হয়েছে। সে প্রসঙ্গ তুলে শিল্পী বলেন, “আর কতবার বলবো ভাই আমার ক্যান্সার হয়নি, এবার তো দেখছি আপনারাই বলে বলে আমার রোগ ধরিয়ে দেবেন।”
নচিকেতা বলেন, তিনি দাপিয়ে শো করে বেড়াচ্ছেন, গান লিখছেন, গান গাইছেন। তারপরও কেন এই অবান্তর প্রশ্নের উত্তর দিতে হবে তাঁকে?
নচিকেতার ক্ষোভের কারণটা বোঝা যায়। তিনি একজন জনপ্রিয় শিল্পী। তাঁকে নিয়ে মানুষের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আগ্রহের বশে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অযথা গুজব ছড়ানো ঠিক নয়। এতে শিল্পীর মানসিক অবস্থার ক্ষতি হয়।
নচিকেতার বক্তব্যের পর অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন। তারা বলছেন, শিল্পীদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করা উচিত।