বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। সম্প্রতি তাঁর চতুর্থ বিয়েকে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল। এরপর তিনি অনুষ্ঠানের নাম করে এক লক্ষ ৭৫ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু অনুষ্ঠান করেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
নোবেল গত ২২ মে অগ্রিম নেওয়া সব টাকা ফেরত দেওয়ার শর্তে জামিন পেয়েছিলেন। তবে তিনি ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক ও মাদকাসক্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই তাঁকে পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।নোবেলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। পুনর্বাসনকেন্দ্রে তাঁর চিকিৎসা চলছে।
নোবেল ২০১৭ সালে জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি তিনবার বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল চলতি বছরেই। এরপরই ফের বিয়ে করে চতুর্থ স্ত্রী ফারজানা আরশির সঙ্গে ঘনিষ্ঠ ছবি সমাজমাধ্যমে দেন নোবেল। তবে সেই বিয়ে এক সপ্তাহও পার করতে পারেনি।নোবেলের এই ঘটনায় অনেকেই হতাশ হয়েছেন। তাঁর ভক্তরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও ভালো গানে শ্রোতাদের মন জয় করবেন।