ভারত-পাকিস্তান সীমান্তের কাঁটাতারের বেড়াজালকে উপেক্ষা করে প্রেমের গল্প বলিউডের সিনেমায় খুবই জনপ্রিয়। কিন্তু বাস্তবেও এমন গল্প রয়েছে। এমনই এক গল্প হল কলকাতার শামীর খান ও পাকিস্তানের জাওয়ারিয়া খানমের।
শামীর ও জাওয়ারিয়ার পরিচয় হয়েছিল ইন্টারনেটের মাধ্যমে। অনলাইনে কথাবার্তা শুরু হয়েছিল ২০২১ সালে। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকায় তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়।
তবে প্রেমের কাছে সব বাধাই হার মানতে বাধ্য। ২০২৩ সালের ডিসেম্বরে জাওয়ারিয়া ৪৫ দিনের ভিসা নিয়ে কলকাতায় আসেন। আগামী জানুয়ারিতে তাদের বিয়ে হবে।
জাওয়ারিয়াকে কলকাতায় আনার জন্য শামীরকে অনেক কাঠখড় পুড়িয়ে লাগাতে হয়েছে। ভিসার জন্য বেশ কিছু জটিলতা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়।
মঙ্গলবার দুপুরে আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন জাওয়ারিয়া। তাকে দেখে আপ্লুত হয়ে পড়েন শামীর ও তার পরিবারের সদস্যরা। শামীর আটারি সীমান্তে ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের মালা নিয়ে তার প্রেমিকার জন্য অপেক্ষা করছিলেন।
বিয়ের পরে জাওয়ারিয়ার ভিসার মেয়াদ আরও বাড়ানো যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন শামীর ও জাওয়ারিয়া। তারা আশা করছেন, তাদের প্রেমের গল্পে সমাপ্তি আসবে।