পাঁচ রাজ্যের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনও মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট নিয়ে কোনও আলোচনা হয়নি। অথচ এথিক্স কমিটির রিপোর্ট স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়েছে বলে জানা গেছে। বিজেপি সূত্রের খবর, মহুয়ার বিরুদ্ধে যে রিপোর্ট এথিক্স কমিটি জমা দিয়েছে, সেটা নিয়ে বৃহস্পতিবার আলোচনা হতে।
বিজেপির এই সিদ্ধান্তহীনতার বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমত, মহুয়ার এই ইস্যুতে বিরোধীদের সমর্থন রয়েছে। তৃণমূল কংগ্রেস ছাড়াও কংগ্রেস, সিপিআইএম, এআইএমআইএমসহ একাধিক বিরোধী দল মহুয়ার পাশে দাঁড়িয়েছে। ফলে মহুয়ার বিরুদ্ধে শাস্তি দেওয়া হলে বিরোধীদের সঙ্গে বিজেপির সংঘাত আরও বাড়তে পারে।দ্বিতীয়ত, এথিক্স কমিটির সুপারিশ সরাসরি সাংসদ পদ খারিজের জন্য যথেষ্ট কিনা তা নিয়ে আইনি বিতর্ক রয়েছে। ফলে মহুয়া বিরুদ্ধে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিজেপি আইনি জটিলতায় পড়তে পারে।
তৃতীয়ত, তিন রাজ্যে বিপুল জয়ের পর বিজেপি চাইছে এই জয়ের সুফল ভোগ করতে। এই সময় মহুয়ার বিরুদ্ধে শাস্তি দেওয়া হলে তা বিজেপির জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।বিজেপির এই সিদ্ধান্তহীনতায় মহুয়া মৈত্র বেশ খুশি। তিনি বলেছেন, “বিজেপি আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না। কারণ তারা জানে, আমি নির্দোষ।”