মুর্শিদাবাদের তকিপুর পশ্চিমপাড়ার বিড়ি শ্রমিক শমসের মল্লিক ধার করা টাকায় লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন। ১ কোটি টাকা পুরস্কার জেতার পর শমসেরের প্রথম চিন্তা তার শারীরিক প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করানো এবং তাকে ভালো স্কুলে পড়ানো।
শমসেরের সংসারে ছয়জন সদস্য। তার স্ত্রী, দুই মেয়ে এবং তিন ছেলে। এক ছেলে শারীরিক প্রতিবন্ধী। শমসেরের আয় ছিল খুবই কম। বিড়ি বেঁধে তিনি কোনও রকম পরিবারের খরচ চালাতেন।
একদিন শমসের দেখতে পান, গ্রামের কয়েকজন লটারির টিকিট কিনছেন। তারও ইচ্ছে হল লটারি টিকিট কিনতে। কিন্তু টিকিট কেনার টাকা ছিল না। তাই তিনি ১৫০ টাকা ধার করে লটারির টিকিট কিনেন।
সোমবার রাত ৮টায় শমসের লটারির টিকিট কিনেন। ১০-১৫ মিনিট পরেই তিনি জানতে পারেন যে তিনি জ্যাকপট জিতে গিয়েছেন।